Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যেভাবে উদয়পুর বরণ করলেন পরিণীতি-রাঘবকে




বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা কিছুদিন আগেই বাগদান সেরেছেন। এরপর থেকেই বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন তারা। এবার সেই ব্যস্ততার অবসান ঘটিয়ে রোববার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাঘনীতি। বিয়ে উপলক্ষ্যে শুক্রবার সকালেই উদয়পুরে পৌঁছে গিয়েছেন এ জুটি। বিমানবন্দরে পেয়েছেন উষ্ণ স্বাগতম। তাদের বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেজে উঠেছে উদয়পুরের লেক প্যালেস। এরপর উদয়পুরে পা রাখতেই বেজে উঠল ঢোল। ফুলের মালা দিয়েই ‘রাঘনীতি’কে শুভেচ্ছা জানাল উদয়পুর। বিমানবন্দরের বাইরে দেখা গেল বিশাল বিলবোর্ড। আর সেখানেই ফুটে উঠল রাঘব ও পরিণীতির নাম। এদিন কালো শার্ট ও নীল জিনসে দেখা গেল রাঘবকে। অন্যদিকে, পরিণীতির পরনে ছিল লাল রঙের গাউন। যেভাবে উদয়পুর বরণ করলেন পরিণীতি-রাঘবকে গত মে মাসেই বাগদান সেরেছেন রাঘনীতি জুটি। আর ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পরবেন রাঘব চাড্ডা ও পরিণীতি। ইতোমধ্যেই উদয়পুরের লেক প্যালেসে শুরু হয়েছে বিয়ের আয়োজনের তোড়জোড়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাঘনীতির ছাদনাতলা সাজানোর জন্য কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে নানা রকমের ফুল। পুরো মণ্ডপ সেজে উঠবে সাদা, হলুদ, লাল ও গোলাপি ফুলে। পরিণীতির পছন্দ গোলাপ। আর তাই ফুলের সাজে গোলাপের সুরভীই থকবে বেশি। এদিকে অল্প অল্প করে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠানিকতা। বুধবার দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেলো সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে বেশ জমজমাট ছিল এই সুফি নাইট। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে রাঘনীতির। ২৩ সেপ্টেম্বর হবে সঙ্গীত। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। সূত্রে আরও জানা গেল, ফ্যাশন ডিজাইনার আবু জানির পোশাকেই বিশেষ দিনটিতে সেজে উঠবেন পরিণীতি। জানা গিয়েছে, বিয়ের দিন সব্যসাচীর লহেঙ্গায় সেজে উঠবেন বলিউডের এই ডিভা। ২৪ সেপ্টেম্বর দুপুরেই গুরুদ্বারে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply