বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল চীনের বরখাস্ত পররাষ্ট্রমন্ত্রীর, হয়েছিল সন্তানও!
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বরখাস্ত হওয়া চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় ওই সম্পর্কে জড়ান তিনি।
চীনের বরখাস্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত থাকাকালে পুরো সময় ওই সম্পর্কে ছিলেন ছিন গ্যাং। ওই সম্পর্কে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ওই নারীর একটি সন্তানও হয়।
আরও পড়ুন: চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বরখাস্ত
ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, কিন সম্পর্কে তার কাছে নতুন কোনো তথ্য নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর পদ হারানোর পর কিন বর্তমানে তদন্তে সহযোগিতা করছেন এবং যুক্তরাষ্ট্রে তার সেই বিবাহবহির্ভূত সম্পর্ক বা তার কর্মকাণ্ড চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ণ করেছে কিনা সেদিকে ফোকাস করেই তদন্ত চালানো হচ্ছে।
আরও পড়ুন: চীনের পররাষ্ট্রমন্ত্রী ‘নিখোঁজ’, বাড়ছে জল্পনা-কল্পনা
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছিল যে-যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিজের পুরো মেয়াদজুড়ে কিন গ্যাং বিবাহবহির্ভূত সেই সম্পর্কে জড়িত ছিলেন বলে চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে।
এমনকি বিবাহবহির্ভূত সেই সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্রে একটি শিশুর জন্ম হয়েছিল বলেও দুটি সূত্র এই মার্কিন সংবাদপত্রকে জানিয়েছে।
২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিলেন কিন গ্যাং। ছয় মাস চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জুলাই মাসে তার পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের ঘোষণার আগে প্রায় এক মাস ‘নিখোঁজ’ ছিলেন তিনি। তার জায়গায় ওয়াং ই’কে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
No comments: