ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন। এসময় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত জনতা।
বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে ট্রেনটি ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। এর আগে সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেয়ে যায় ট্রেনটি।
সকাল সাড়ে এগারোটার দিকে ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি।
যাত্রী ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। বহুল কাঙ্ক্ষিত ট্রেনটির পরীক্ষামূলক এই যাত্রা পরিচালনা করছেন লোকোমোটিভ মাস্টার এনামুল হক ও সহকারী লোকোমোটিভ মাস্টার এম এ হোসেন।
আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত। আর ২০২৪ সালের জুনে যশোর পর্যন্ত পুরো প্রকল্প উদ্বোধন হবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।
Tag: English News lid news national
No comments: