মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হবে বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পর ভোট গণনা শুরু হবে বলে জানা গেছে।
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ায় দেশটির ভোটাররা তার সরকারে প্রতি বেশ হতাশ। ছবি: সংগৃহীত
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ায় দেশটির ভোটাররা তার সরকারে প্রতি বেশ হতাশ। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপদেশ মালদ্বীপের এ প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে দেশটির প্রধান দুই দলসহ পাঁচটি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে কোন চাপ টের পাই না: পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের প্রার্থীরা হলেন: বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ, মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) চেয়ারপারসন মোহাম্মদ নাজিম, পিপিএম এন্ড পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা ড. মোহাম্মদ মুইজু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির, আহমেদ ফারিস মামুন এবং হাসান জামিল।
২০০৮ সালে বহুদলীয় ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মালদ্বীপের পিএসএম নিউজের বরাতে নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিক বলেন, নির্বাচনে কোনো একক প্রার্থী শতকরা ৫০ ভাগের কম ভোট পেলে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় নির্বাচনের দিন থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে তিন-চার মাসের মধ্যে নির্বাচন: তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী
ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপের ভোটারের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪০৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন।
এবারের নির্বাচনের জন্য মালদ্বীপ ও ভিন্ন পাঁচটি দেশে মোট ৫৭৪টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।
Tag: English News lid news world
No comments: