বিএনপির অপকৌশলের কারণে নির্বাচন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত: ওবায়দুল কাদের
নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের গৃহীত অপকৌশলের কারণে নির্বাচন ও গণতন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর সে দায়ভার বিএনপিকেই নিতে হবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে একথা জানান ওবায়দুল কাদের।
এসব কারণে বিএনপি জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে নিজেদের আতঙ্ক কাটাতে বিএনপির নেতৃবৃন্দ প্রতিনিয়ত পাগলের প্রলাপ বকছে। আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যতীত ক্ষমতায় আসেনি। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে বলেও জানান তিনি।
Tag: English News politics
No comments: