Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বৃষ্টিতে পরিত্যাক্ত ম্যাচ, সুপার ফোরে পাকিস্তান




বৃষ্টিতে পরিত্যাক্ত ম্যাচ, সুপার ফোরে পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ছবি : এএফপি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভক্ত-সমর্থকদের তুমুল আগ্রহ। এশিয়া কাপে এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রিকেট সমর্থকরাও। সেই অপেক্ষায় জল ঢেলে দিল বৃষ্টি। ম্যাচের আগেই ৬০-৭০ শতাংশ সম্ভাবনা ছিল বৃষ্টির। সেই সম্ভাবনাই হলো সত্যি। বৃষ্টির বাধায় হাইভোল্টেজ এই ম্যাচটি শেষমেশ পরিত্যক্ত হয়েছে। আর পয়েন্ট হয়ে গেছে ভাগাভাগি। এতে সুপার ফোরে চলে গেল পাকিস্তান। আজ শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ভারত। তবে বৃষ্টির কারণে একটি বলও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করে রাত সাড়ে দশটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে, টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আগে ব্যাট করার সুবিধা মোটেই কাজে আসেনি তাদের। ইনিংসের শুরুতেই ভারতের টপ অর্ডার কাঁপিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ফাঁদে ফেলেন অধিনায়ক রোহিতকেই। পঞ্চম ওভারে আফ্রিদির করা ইন-সুইংয়ে বলের সামনে অসহায় হয়ে পড়েন রোহিত। ভারতীয় তারকার ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল গিয়ে আঘাত করে স্টাম্পে। ১১ রানেই বোল্ড রোহিত। আফ্রিদির দ্বিতীয় শিকার বিরাট কোহলি। তিনিও ফিরেছেন বোল্ড হয়ে। আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বল মোকাবিলায় ব্যর্থ হয়ে কোহলি সাজঘরে ফেরেন মাত্র ৪ রানে। আফ্রিদির পর উইকেট উৎসবে যোগ দেন হারিস রউফ। পরের দুটি উকেট শিকার করে নেন তিনি। একটি শ্রেয়াস আইয়ার অন্যটি শুভমান গিলের উইকেট। রউফের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শ্রেয়াস (১৪)। এরপর রউফের বলেই ইনসাইড এজ্ড হয়ে বোল্ড হন গিল (১০)। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে উদ্ধার করেন হার্দিক পান্ডিয়া ও ঈষান কিষান। এই জুটিতে ম্যাচে ফেরে ভারত। দুজন মিলে ভারতকে টানেন ৩৭ ওভার পর্যন্ত। ৮২ বলে ৮১ রান করা কিষানকে ফিরিয়ে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন পেসার রউফ। এরপর রবীন্দ্র জাদেজা-হার্দিক পান্ডিয়ারা বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। সবমিলিয়ে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৬ রানের বেশি তুলতে পারেনি রোহিত শর্মার দল। বল হাতে পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি সর্বোচ্চ ৪টি ও হারিস রউফ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত স্কোর ভারত: ৪৮.৫ ওভারে ২৬৬ (রোহিত ১১, কোহলি ৪, গিল ১০, শ্রেয়াস ১৪, পান্ডিয়া ৮৭, ইষান ৮২, জাদেজা ১৪, শার্দুল ৩, কুলদিপ ৪, বুমরাহ ১৬, সিরাজ ১* ; আফ্রিদি ১০-২-৩৫-৪, রউফ ৯-০-৫৮-৩, নাসিম ৮.৫-০-৩৬-৩, শাদাব ৯-০-৫৭-০, নাওয়াজ ৮-০-৫৫-০, সালমান ৪-০-২১-০)। ফলাফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply