Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ১০০ কেজি গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার দল




ঘাসের সন্ধানে একটি ভেড়ার পাল ঢুকে পরে গ্রিনহাউসে। আর সাবাড় করে দিয়েছে ১০০ কেজি গাঁজা। এরপর ‘অদ্ভুত আচরণ’ করতে শুরু করে ভেড়ার পালটি। ঘটনাটি ঘটেছে মধ্য গ্রিসের থেসালির অলমিরোস শহরে। খবর ডেইলি মেইলের। গ্রিনহাউসে ঢুকে ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ভেড়ার দল। সংগৃহীত ছবি সম্প্রতি গ্রিসে ঘূর্ণিঝড় ড্যানিয়েল, প্রচণ্ড দাবদাহ, দাবানল ও প্রবল বন্যার আঘাতে বহু অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন জায়াগায় দেখা দিয়েছে গবাদিপশুর ঘাস সংকট। এমন অবস্থায় ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল। ক্ষুদায় তেমনি একটি ভেড়ার পাল পৌঁছে যায় এক ব্যক্তির ব্যক্তিগত গাঁজার খামারে। আর সবুজ পাতা দেখে ওটাকেই খাদ্য মনে করে তারা চড়াও হয় সেখানে। আরও পড়ুন: গ্রিসে ভয়াবহ দাবানল, ঘড়বাড়ি-হোটেল ছেড়েছে হাজারো মানুষ জানা গেছে, গাঁজাগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল। আর ভেড়ার দল সেখানে ঢুকে ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলে। এরপর স্বাভাবিকভাবেই গাঁজার নেশায় ভেড়ার দল ছাগলের মতো আচরণ করতে শুরু করে। ছাগলের চেয়েও উচু লাফ দিতে দেখা গেছে তাদের। এমন দৃশ্য দেখে খামার মালিকের মাথায় হাত। তিনি বলেন, ‘বুঝতে পারছি না হাসব না কাঁদব। প্রথমে তাপপ্রবাহের কবলে পড়ে বহু ফসল নষ্ট হলো। এরপর বন্যা এলো। প্রায় সবই হারিয়ে ফেলেছিলাম। শেষে এই কাণ্ড! ভেড়াগুলো গ্রিনহাউসে ঢুকে পড়ে সব খেয়ে সাফ করে দিয়েছে। পরে ভেড়ার পাল ছাগলের চেয়েও উঁচুতে লাফ দিচ্ছিল।’ আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয়ে গাঁজা চাষ! প্রসঙ্গত, গ্রিসে ২০১৭ সাল থেকে ওষুধ হিসেবে গাঁজার চাষ বৈধ। শুধু তাই নয়, গাঁজার চাষ করে অর্থনৈতিক দিক থেকেও অনেকে লাভবান হয়েছে দেশটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply