অশান্তির আগুন থামছেই না, মণিপুরে ফের কারফিউ জারি
ভারতের মণিপুর রাজ্যে সম্প্রতি পাঁচ যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনার পরই পুনরায় ফুঁসে উঠেছে রাজ্যের বাসিন্দারা। নিরাপত্তা জোরদার করতে তাই পুনরায় কারফিউ জারি করা হয় রাজধানী ইম্ফলে।
গ্রেফতার পাঁচ যুবকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মণিপুরের ইম্ফল উপত্যকায় আন্দোলনে নামে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভারতের মণিপুর রাজ্য চলতি বছরের মে মাস থেকেই উত্তাল। মেতেই সম্প্রদায়ের সঙ্গে অন্য আদিবাসী গোষ্ঠীগুলোর দফায় দফায় সংঘাতের কারণে গোটা রাজ্যজুড়েই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাঁচ গ্রামরক্ষককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারদের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয় স্থানীয় ৬টি লোকাল ক্লাব ও নারীদের এক সংগঠন।
আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেবে না ভারত, উত্তেজনা তুঙ্গে
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা পূর্ব ইম্ফলের আন্দ্রো ও প্যারোম্পেট থানা এবং ইম্ফলের পশ্চিমের জেলা সিংজাম, কোয়াকিথেল এবং মায়াং পুলিশ ফাঁড়িতে আক্রমণের চেষ্টা করে। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ যুবককে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। আর ঘটনার প্রতিবাদ জানাতেই তারা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল।
আরও পড়ুন: মণিপুরে সেনা মোতায়েনের আহ্বান রাহুলের, কঠোর জবাব হিমন্ত বিশ্ব শর্মার
পরিস্থিতি শান্ত করতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফলের জেলাগুলোতে পূর্ণরূপে কারফিউ জারি করেছে। এ ছাড়াও নিরাপত্তাবাহিনী ও থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
চলতি বছরের মে মাসের শুরু থেকে মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এখন পর্যন্ত চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
Tag: English News lid news others world
No comments: