নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্
র
ছবি: মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরির ওপরও জোর দিয়েছে দেশটি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর টুইট বার্তায় এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
প্রভাবশালী এই মার্কিন কূটনীতিক জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে কথা বলেছেন তারা।
এদিকে স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর ডেরেক শোলে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে। টুইটারে তিনি জানিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ূ পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন তারা।
Tag: English News li lid news national
No comments: