সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনের সভা।
সুইডেন থেকে আইনুল হক।।
সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনের উদ্যোগে এক সভা ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোববার স্টকহোমের রিংকীবির ভিসবৃকেন কমিউনিটিতে অনুষ্ঠিত হয়েছে।
জেসমিন সাঈদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কামরুল হাসান মুস্নী, গুলজার মিয়া , মুঞ্জুরুল হাসান, খালেদ আলী, নওরোজ চোধুরী, আ: আজিজ, এ্যনি হোসেন, বাদল, কাওছার, সানি প্রমুখ। সভায় অর্ধশত ব্যাক্তি বর্গের উপস্থিতিতে বিগত কমিটি বিলুপ্ত করে জেসমিন সাঈদকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
Tag: others
No comments: