Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » রাশিয়ার চন্দ্রযান পড়ে চাঁদের মাটিতে গর্ত, সেই ছবি তুলে পাঠাল আমেরিকার পাঠানো ক্যামেরা




রাশিয়ার চন্দ্রযান পড়ে চাঁদের মাটিতে গর্ত, সেই ছবি তুলে পাঠাল আমেরিকার পাঠানো ক্যামেরা চাঁদকে ঘিরে পরিক্রম করা নাসার লুনার অরবিটার (এলআরও) সম্প্রতি উপগ্রহটির দক্ষিণ মেরুর একটি ছবি তুলেছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। রুশ চন্দ্রযান লুনা-২৫ ভেঙে পড়ার পর চাঁদের মাটিতে তৈরি হয়েছে গহ্বর বা গর্ত। নাসার ক্যামেরায় ধরা পড়েছে এমনই দৃশ্য। ADVERTISEMENT চাঁদকে ঘিরে পরিক্রম করা নাসার লুনার অরবিটার (এলআরও) সম্প্রতি উপগ্রহটির দক্ষিণ মেরুর একটি ছবি তুলেছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। এর আগে নাসার ওই অরবিটার চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গারই ছবি তুলেছিল ২০২২ সালের জুন মাসে। তখন ওই জায়গায় কোনও গর্ত বা গহ্বর দেখা যায়নি। যা দেখে মনে করা হচ্ছে, লুনা চাঁদের মাটিতে ভেঙে পড়ার ফলেই ওই গর্ত তৈরি হয়েছে।

রাতের ট্রেন থেকে নামতেই নার্সকে লক্ষ্য করে অ্যাসিড! হোগলা স্টেশনে গ্রেফতার অভিযুক্ত গত ২০ অগস্ট চাঁদের মাটিতে ভেঙে পড়ে রুশ মহাকাশযান লুনা-২৫। চাঁদের ofks উর্ধ্বশ্বাসে ছুটছিল রাশিয়ার লুনা-২৫। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছিল, ১০ দিনের মধ্যেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে রাশিয়ার চন্দ্রযান। কিন্তু ২০ অগস্ট দুপুরে দেখা যায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সেই সাধের চন্দ্রঅভিযান ব্যর্থ। তীরে এসে ডুবেছে তরী। হিসাবের ভুলে তৃতীয় চন্দ্রযানের সঙ্গে প্রতিযোগিতায় আগেই ছিটকে যায় রাশিয়ার লুনা-২৫। অন্য দিকে, ধীরে হলেও নিজস্ব গতিতে চাঁদের দিকে এগিয়ে যায় চন্দ্রযান ৩। ২৩ অগস্ট চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে সেটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply