Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পার্থ বড়ুয়ার কন্যা গাইলেন ‘সোলস’র সঙ্গে




মঞ্চে পার্থ বড়ুয়ার কন্যা রূপা বড়ুয়া। ছবি : সোলসের সৌজন্যে দেশের ঐতিহ্যবাহী ‘সোলস’ ব্যান্ডে দীর্ঘ দিন ধরে ব্যান্ডটির ভোকাল হিসেবে পারফর্ম করছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া। তাই যে কোনও কনসার্টে তাদের কণ্ঠেই ‘সোলস’র গান শোনে শ্রোতারা। তবে ব্যতিক্রম অভিজ্ঞতার সাক্ষী হলো অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। গত ১৬ সেপ্টেম্বর তারা শুধু পার্থ বড়ুয়াই নয়, ‘সোলস’র গান শুনেছে তার কন্যা রূপা বড়ুয়ার কণ্ঠেও। ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সোলস’ গান প্রকাশ ও নিয়মিত কনসার্ট করছে। এরই অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডটি। সেখানে আগে থেকেই বসবাস করেন পার্থ বড়ুয়ার কন্যা রূপা। সেই সুবাদে বাবার ব্যান্ডের সঙ্গে প্রথমবার মঞ্চে গান পরিবেশন করেন তিনি। গেয়ে শোনান ‘রাত এখনও বাকি’ গানটি। কন্যার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার অনুভূতি ব্যক্ত করে পার্থ বললেন, ‘রূপা মেলবোর্নে লেখাপড়া করে। মাঝে মধ্যে গান করে। এই অনুষ্ঠানে সে আমাদের সঙ্গে গাইবে, কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সংগীত জীবনে এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’ চমকের শেষ এখানেই নয়, কনসার্টটি আরও বিশেষ হয়ে উঠেছিল নকীব খানের উপস্থিতিতে। যিনি ‘সোলস’র বহু নন্দিত গানের সুরকার ও সংগীত পরিচালক। ব্যান্ডের সঙ্গে তিনি গেয়ে শোনান ‘মুখরিত জীবন’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘ভালো লাগে জোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটি’ গানগুলো। সমন্বিত এসব পারফর্মেন্সে মুগ্ধ হয় হলভর্তি দর্শক-শ্রোতা। জানা গেছে, মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট শো আয়োজন করেছিল আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া নামের একটি প্রতিষ্ঠান। আগামী ২৩ সেপ্টেম্বর দেশটির এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে আরও দুটি কনসার্টে নেবে ‘সোলস’। মাস শেষাংশে ব্যান্ডটি ফিরে আসবে দেশে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply