চার কোটি ডিম আমদানির অনুমতি পেল চার প্রতিষ্ঠান
দেশের বাজারে ক্রমাগতভাবে বাড়ছিল ডিমের দাম। এর জেরে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে, এরপরেও সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করছিল না ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। অবশেষে, দাম স্থিতিশীল রাখতে চার কোটি ডিমের আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিদেশ থেকে ডিম আমদানি করতে পারবে চারটি প্রতিষ্ঠান।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি শাখা রোববার (১৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অনুমতিপত্র প্রদান করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে চার কোটি ডিম আমদানির অনুমতিপত্র দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো– মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ও অর্নব ট্রেডিং। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
No comments: