২৬ আঙুল নিয়ে কন্যা শিশুর জন্ম
বিরল ঘটনাটি ভারতের উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানের। রাজ্যের দিগ জেলার ভাটপুরে দুই হাত ও দুই পায়ে মোট ২৬টি আঙুল নিয়ে একটি কন্যা শিশু জন্ম নিয়েছে। খবর এনডিটিভির।
ভারতের রাজস্থানের ভাটপুরে দুই হাত ও দুই পায়ে মোট ২৬টি আঙুল নিয়ে কন্যা শিশুর জন্ম হয়েছে। ছবি: সংগৃহীত
দুই হাত ও দুই পায়ে সাধারণত ৫টি করে মোট ২০টি আঙুল হয়। তবে রাজস্থানের ভাটপুরে শিশু কন্যাটি জন্মগ্রহণ করেছে আর পাঁচটা শিশুর তুলনায় একটু অস্বাভাবিক দৈহিক বৈশিষ্ট্য নিয়ে।
দু’হাতে সাতটি করে মোট ১৪টি ও দুই পায়ে ছটি করে ১২টি আঙুল নিয়ে জন্মগ্রহণ করেছে শিশুটি। গত রোববার (১৭ সেপ্টেম্বর) জেলার কামান এলাকার একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে শিশুটির জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু সুস্থ আছে।
আরও পড়ুন: প্রায় শত বছরের পুরানো পার্লামেন্ট ভবনকে বিদায় জানাল ভারত
চিকিৎসকরা বিষয়টিকে জিনগত সমস্যার কারণ বলে জানিয়েছেন। ভবিষ্যতে শিশুটির স্বাভাবিক জীবন যাপন করতে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তারা।
তবে এই জিনগত সমস্যার বিষয়টিকে আমলে নিচ্ছে না শিশুটির পরিবার। বিপরীতে শিশুটিকে নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত উন্মাদনা। তারা মেতে রয়েছেন সন্তানকে ‘দেবী অবতারে’ পাওয়ার আনন্দে।
আরও পড়ুন: শিখ নেতা হত্যা /কানাডার অভিযোগ অস্বীকার করল ভারত
শিশুটির পরিবারের পক্ষ থেকে তার মামা জানিয়েছেন, কন্যা সন্তান জন্মগ্রহণের পর পরিবারের সকলেই অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘‘সে আমাদের বাড়িতে দেবী হয়ে এসেছে। আমরা সবাই ভাগ্যবান যে আমাদের পরিবারে 'লক্ষ্মী' জন্ম নিয়েছে।’’
Tag: English News lid news world
No comments: