ব্রিটেনে সাত মিনিটেই ক্যানসারের চিকিৎসা!
ব্রিটেনের বিজ্ঞানীরা এমন একটি ইনজেকশন উদ্ভাবন করেছেন যা ক্যানসার রোগীদের মাত্র ৭ মিনিটের মধ্যে দেয়া সম্ভব হবে। এর ফলে চিকিৎসার দীর্ঘ সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএস আশা করছে, নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএস আশা করছে, নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। ছবি: সংগৃহীত
বুধবার (৩০ আগস্ট) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার (এমএইচআরএ) অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস) বিশ্বে প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে এ ওষুধ প্রয়োগ শুরু করবে।
এনএইচএস আশা করছে, এই টিকার মাধ্যমে বছরে শত শত রোগীর চিকিৎসা করা সম্ভব হবে এবং ক্যানসারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।
আরও পড়ুন: দেশের চিকিৎসক বললেন ক্যানসার, ভারতে গিয়ে জানা গেল আলসার!
সাধারণত ক্যানসারের চিকিৎসায় অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে দেয়া সম্ভব হবে।
অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া হয়।
নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। সাধারণ শিরার মাধ্যমে অ্যাটেজোলিজুমাব গ্রহণের প্রক্রিয়ায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে কিন্তু এই টিকায় সেই সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে।
আরও পড়ুন: জরায়ুমুখ ক্যানসারের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
তবে যারা অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও নেন, তাদের ক্ষেত্রে এই টিকার ব্যবহার এখনই করা সম্ভব হবে না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে।
Tag: English News lid news others world
No comments: