Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » BJP: ‌বিরোধী জোটে ভীত বিজেপি, ১৩০ জনসভা করবেন মোদি




‌ বিরোধীদের ইন্ডিয়া জোটে ভীত বিজেপি‌!‌ লোকসভা নির্বাচনে সম্মিলিত বিরোধী জোটের জেরে চাপে পড়ে গেছে গেরুয়া শিবির। এনডিএ বিরোধী ইন্ডিয়া জোট যেভাবে দানা বেঁধেছে, চিন্তা বেড়ে গেছে শাসক শিবিরের। তাই নতুন রণনীতি নিয়ে ময়দানে নামছে বিজেপি। কেন্দ্রের ক্ষমতায় ফিরতে ইন্ডিয়া জোটের আক্রমণের জবাব দিতে তৈরি হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই দেশজুড়ে ২৫০ টি কলসেন্টার তৈরি করছে তারা। দেশের প্রতি ২ লোকসভা কেন্দ্র মিলিয়ে একটি করে কলসেন্টার তৈরি হবে। আর প্রত্যেক কল সেন্টার থেকে ২০ হাজার দলীয় কর্মী জুড়বেন। ২৪ ঘণ্টা দলের বার্তা দলীয় কর্মী-‌সমর্থকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে কলসেন্টারগুলি। একইসঙ্গে বিরোধী শিবিরের বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার কাজ করবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোবাইল ফোন ভোট প্রচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল, এবারও সেই মোবাইল জনসংযোগের কাজ করবে। বিজেপির কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণ। তাঁরা দলের হয়ে সামাজিক মাধ্যমে প্রচার করবেন। বিরোধী শিবিরের জোটে তটস্থ বিজেপি নেতারা লোকসভা নির্বাচনের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করছে। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে কমবেশি ১৩০টি জনসভা করবেন। অক্টোবরে দলীয় ইস্তেহার তৈরি, প্রচার কৌশল তৈরির কাজ শুরু হয়ে যাবে। সূত্রের খবর, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর বিজেপির অন্দরে ভয় তৈরি হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনী ময়দানে ইন্ডিয়া জোটের মোকাবিলা করতে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে ইতিমধ্যেই বৈঠক করেছেন পদ্মশিবিরের শীর্ষ নেতারা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংগঠন মহাসচিব বিএল সন্তোষ কলসেন্টার তৈরি নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন। নির্বাচনী প্রচার ও বিরোধীদের প্রচারের জবাব কী ভাবে দেওয়া হবে, তা নিয়ে বিজেপি শীর্ষ নেতাদের সামনে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। জানা গেছে, প্রত্যেক কলসেন্টারে দুটি করে টিম থাকবে। একটি টিম কেবল মোদি সরকারের বিভিন্ন প্রকল্পেরই প্রচার করবে। এবং প্রকল্পের মাধ্যমে কতটা সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ, তাও বলবে। যেমন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (‌‌ডিবিটি)‌‌, বিনামূল্যে খাদ্য, করোনা টিকাকরণ, আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তুলে ধরা হবে। মোবাইলে কল করে সরকারি প্রকল্পের গুনগান করা হবে। অন্যদিকে, কলসেন্টারের দ্বিতীয় টিম বিরোধীদের আক্রমণ শানাবে। হিন্দুত্ব, দেশ, জাতি, সেনা, ভাষা, পোষাক নিয়ে বিরোধীতা করা বক্তব্যের রিসার্চ করে বিরোধীদের আক্রমণ করবে। এজন্য একটি রিসার্চ টিমও তৈরি করছে বিজেপি। বিরোধীদের মাত করতে লোকসভার আগে হিন্দুত্বের আবেগকে উস্কে দিতে রামমন্দিরের তাসকে ব্যবহারের লক্ষ্য নিয়ে রেখেছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কোনও একটি ‘শুভ’ দিনে ওই মন্দিরের উদ্বোধন করবেন মোদি। দেশজুড়ে হিন্দুত্বের হাওয়া তোলা হবে। জানা গেছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যওয়াড়ি ওয়ার রুমও তৈরি করবে বিজেপি। যে রাজ্যে ১০ টির বেশি লোকসভা আসন রয়েছে, সেখানে ২ টি করে ওয়াররুম তৈরি করবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply