চুমুকাণ্ডে সমালোচনা, ক্ষমা চাইলেন স্পেনের ফুটবল প্রধান
প্রথমবারের মতো নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে স্পেনের মেয়েরা। কিন্তু নারী বিশ্বকাপের পর্দা নামার পর লা রোজাদের এই সাফল্যের চেয়ে বিতর্ক শুরু হয় এক চুমুর ঘটনা নিয়ে। শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে যখন নারী দলের ফুটবলাররা একে একে স্টেজে উঠছিলেন, সে সময় সকলকেই জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
তবে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রুবিয়ালেস। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুহাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান স্পেন ফুটবল প্রধান। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে সমালোচনার মুখে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
রুবিয়ালেস স্বীকার করেছেন এমন দায়িত্বশীল পদে থেকে এ রকম আচরণ করা ঠিক হয়নি তার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, 'আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতি সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।'
এর আগে এই ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, 'আমি উপভোগ করিনি।'
Tag: English News lid news others world
No comments: