Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ২০ মিনিটে ২ লিটার পানি পান করে প্রাণ গেল মার্কিন নারীর




২০ মিনিটে ২ লিটার পানি পান করে প্রাণ গেল মার্কিন নারীর পানির অপর নাম জীবন। কিন্তু এই পানি পান করেই কারো মৃত্যু হয়েছে, এমন কথা কি কেউ কখনও শুনেছে? বোধহয় না। শুনতে খুব অদ্ভুত লাগলেও বাস্তবেই এই ঘটনা ঘটেছে অ্যাশলে সামারস নামের এক মার্কিন তরুণীর সঙ্গে। ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে মারা গেছেন তিনি। অ্যাশলে সামারস। ছবি: ফেসবুক থেকে

শনিবার ( ৫ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তার। যার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। এরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, অ্যাশলে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসেবে ৪ বোতলে ৬৪ আউন্স বা প্রায় ২ ‍লিটার পানি ছিল। আরও পড়ুন: কফিনের ভেতর নড়ে ওঠা সেই নারীর মৃত্যু তিনি বলেন, লেক ফ্রিম্যান থেকে ফিরে বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি। হলি নামে তার আরেক বোন অ্যাশলেকে হাসপাতালে ভর্তির বিষয়টি তাকে ফোন করে জানান। তবে সে সময় তারা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকেরা অ্যাশলের পরিবারকে জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়। আরও পড়ুন: জার্মানিতে ঐতিহাসিক প্রাসাদ থেকে ফেলে দিয়ে দুই মার্কিন নারীকে হত্যা হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এই সমস্যা দেখা দেয়। হাইপোনাট্রেমিয়া লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা অনুভব করা, মাংসপেশিতে সংকোচন, বমি বমি ভাব ও মাথাব্যথা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply