ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালেন নাইজারে অভ্যুত্থানকারী নেতা
নাইজারের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আবদোরহমান চিয়ানি। ছবি : এএফপি
নাইজারের পদচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজোমকে পুনরায় ক্ষমতায় বসাতে কোনো চাপের কাছে নতিস্বীকার না করার ঘোষণা দিয়েছেন দেশটিতে সামরিক অভ্যুত্থানের নেতা আবদোরহমান চিয়ানি। পাশাপাশি তিনি পিশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতাদের অবরোধ আরোপের নামে ‘অবৈধ’ ও ‘অমানবিক’ পদক্ষেপের তীব্র সমালোচনা করে নাইজারকে রক্ষায় দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
নাইজারের সঙ্কট নিয়ে আলোচনার জন্য বুধবার প্রতিবেশী দেশ নাইজেরিয়াতে ইকোনোমিক কম্যুনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এর প্রতিরক্ষা প্রধানরা আলোচনায় বসার পরিপ্রেক্ষিতে টেলিভিশনে প্রচারিত ভাষণে চিয়ানি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
আঞ্চলিক এই ব্লকটি নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পাশাপাশি ৬ আগস্টের মধ্যে বাজোমের প্রেসিডেন্সি ফিরিয়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে। তবে চিয়ানি তার সিদ্ধান্তে অটল থাকার কথা বলেছেন।
স্বঘোষিত এই নেতা বলেছেন, সেনাবাহিনী এই ধরনের অবরোধ প্রত্যাখান করে যেকোনো জায়গা থেকে আসা হুমকির বিষয়টি বাতিল করে দিয়েছে। চিয়ানি বলেন, ‘আমরা নাইজারের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি।’
চিয়ানি আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে ও আমাদের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠীকে অবর্ণনীয় দুর্দশায় ফেলতে ষড়যন্ত্রকারীদের সব তৎপরতা ভেস্তে দিতে আমি নাইজারের জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
চিয়ানি তার ভাষণে ১৫ জাতির সংস্থা ইকোওয়াসের নেওয়া অবরোধকে অবৈধ, অন্যায্য, অমানবিক এবং অভূতপূর্ব হিসেবে বর্ণনা করেন।
Tag: English News lid news world
No comments: