নিজের বেতন ৪ লাখ টাকা বাড়ানোর দাবি পাক প্রেসিডেন্টের
পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি: সংগৃহীত
বুধবার (৩০ আগস্ট) জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন ড. আরিফ আলভি।
আরও পড়ুন: ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত
পাকিস্তানের প্রেসিডেন্ট বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন পান। তবে তিনি দুই ধাপে বেতন বাড়িয়ে ২০২১ সালের জুলাই থেকে মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি এবং ২০২৩ সালের জুলাই থেকে মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ রুপি করার দাবি জানিয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট আরিফ আলভি তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বেতন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত
প্রেসিডেন্টের বেতন বাড়ানোর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই দাবি কার্যকর হলে প্রেসিডেন্ট আরিফ আলভি ২০২১ সালের জুলাই ও ২০২৩ সালে জুলাই থেকে বর্ধিত বকেয়া বেতনের অর্থও পাবেন।
Tag: English News lid news others world
No comments: