Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন




ফাইনালে ওঠার পর স্পেন নারী ফুটবল দলের উল্লাস। ছবি : ফিফা ফিফা নারী বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইডেন। রুদ্ধশ্বাস ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশ নারীরা। নারী বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালের শেষ ১০ মিনিটের রোমাঞ্চ দর্শককে দিয়েছে পূর্ণ উত্তেজনা। ম্যাচের ৮৭ মিনিটে সুইডেনের রেবেকা ব্লমভিস্টের গোলে ম্যাচে সমতা ফিরে আসে। ১-১ সমতায় অকল্যান্ডের ইডেন পার্ক যখন অতিরিক্ত সময়ের রোমাঞ্চের অপেক্ষায়, মিনিট দুয়েক বাদে গোল করে দলকে আবার এগিয়ে নেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। এর আগে ৮১ মিনিটে সালমা সেলেস্তে প্রথম গোল করেন স্পেনের পক্ষে। গতিশীল ফুটবল খেলা ইউরোপের দুই পরাশক্তির ম্যাচে এদিন ফেভারিট হিসেবে নামে সুইডেন। স্পেনের সামনে ছিল প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ। মাঠের খেলায় ফেভারিট তত্ত্ব খাটে না, সেটি প্রমাণ করে শুরু থেকে আক্রমণে গেছে স্পেন। স্পেন তাদের স্বভাবসুলভ পাসনির্ভর ফুটবল খেলেছে। মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ সাজিয়েছে তারা। অন্যদিকে, সুইডেনের পায়ে বল গেলেই তারা চেষ্টা চালিয়েছে স্পেনের গোলমুখ ভাঙার। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে স্পেন বেশ কয়েকটি সুযোগ পেয়েছে। সেগুলো কাজে না লাগলেও ৮১ মিনিটে আর ভুল করেননি সালমা। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে নেন দলকে। লা রোজারা এগিয়ে যাওয়ার পর আগ্রাসী হয়ে ওঠে সুইডেন। ৮৭ মিনিটে রেবেকার গোলে সমতায় ফেরে সুইডিশরা। তবে, ৮৯ মিনিটে ওলগার গোলে স্বপ্ন ভাঙে সুইডেনের। স্পেন মাতে প্রথমবার ফাইনালে ওঠার বুনো উল্লাসে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply