সাজা স্থগিত হলেও সহসাই মুক্তি পাচ্ছেন না ইমরান খান
শিগগিরই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। মঙ্গলবার (২৯ আগস্ট) আলোচিত তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ডের রায় স্থগিত করেন ইসলামাবাদ উচ্চ আদালত। খবর আল জাজিরার।
একইদিন কারা কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি পাঠান স্পেশাল কোর্ট। তাতে পিটিআই প্রধানকে কারারুদ্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ৩০ আগস্ট সাইফার মামলায় ইমরান খানকে আদালতে হাজির করার আদেশ রয়েছে চিঠিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে আত্তক কারাগারেই বিশেষ কোর্ট বসানোর অনুমোদন দিয়েছে আইন ও বিচার মন্ত্রণালয়। সাইফার মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রের গোপন নথি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা করেছেন তিনি।
একই মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাদের একটি আদালত। একইসাথে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হন তিনি।
Tag: English News lid news world
No comments: