ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রাতভর রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের ছোড়া ৪২টি ড্রোনই প্রতিহত করার দাবি করেছে রাশিয়া।
ইউক্রেনের ছোড়া ৪২টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে রাশিয়া। ছবি: সংগৃহীত
শুক্রবার (২৫ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ক্রিমিয়ায় গুলি করে ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আর তড়িৎ–চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করে ৩৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
আরও পড়ুন: ক্রিমিয়ায় সেতুতে বিস্ফোরণে ৩ জন নিহত
এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না তা মন্ত্রণালয় এখনো জানায়নি।
২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে কিয়েভ প্রায়ই ক্রিমিয়াকে লক্ষ্যবস্তু করে আসছে। তবে গত কয়েক সপ্তাহে হামলার সংখ্যা বেড়েছে।
কিয়েভ বারবারই বলেছে, তারা ক্রিমিয়াকে ফেরত পেতে চায়। বৃহস্পতিবার কিয়েভ বলেছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় তাদের বাহিনী ইউক্রেনের পতাকা উড়িয়েছে।
আরও পড়ুন: ক্রিমিয়ায় গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা
আগের দিন বুধবার কিয়েভ বলেছে, তারা ওই এলাকায় রাশিয়ার এস-৪০০ বিমানবিধ্বংসী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
Tag: English News lid news others world
No comments: