ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ২৬
ইথিওপিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য আমহারাতে জঙ্গিদের দমন করতে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আদ্দিস আবাবা একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এরপরই ওই সংগঠনের সঙ্গে আমহারাতে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।
রোববার (১৩ আগস্ট) শহরে বিমান হামলা হয় বলে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। এর ফলে ৫৫ জন আহত হয়েছেন। ৪০ জনের আঘাত গুরুতর।
স্বাস্থ্য কর্মকর্তা ও শহরের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই শহর ফানো মিলিশিয়া গোষ্ঠীর অধিকারে ছিল। তাদের সঙ্গে ইথিওপিয়ার সেনার লড়াই চলছে।’
ফানো মিলিশিয়া গোষ্ঠী টিগ্রেতে সেনার পাশে থেকে লড়াই করেছিল। কিন্তু, ২০২২ সালের নভেম্বরে শান্তিচুক্তির পর তারা সংগঠন ভেঙে দিতে অস্বীকার করে।
আগস্টের শুরুতে ফানো মিলিশিয়া ওই অঞ্চলের বেশ কয়েকটা শহর দখল করে নেয়। তারপর ইথিওপিয়া সরকার সেখানে জরুরি অবস্থা জারি করে।
সোমবার (১৪ আগস্ট) থেকে ইথিওপিয়ার পার্লামেন্টে আলোচনা শুরু হয়েছে, জরুরি অবস্থা চলার সময় বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তল্লাশি করা ও কারফিউ চালু করার অধিকার কর্তৃপক্ষকে দেওয়া হবে কি না।
সরকার স্বীকৃত ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বলেছে, আমহারাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন শহরের আশপাশে সরকার ও ফানো মিলিশিয়ার মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে কামান থেকে গোলা ছোড়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ মারা যাচ্ছেন। তাদের সম্পত্তি ধ্বংস হচ্ছে।
কমিশনের সুপারিশ, জরুরি অবস্থা যেন একমাসের জন্য আমহারার নির্দিষ্ট কিছু এলাকায় জারি করা হয়
Tag: English News lid news others world
No comments: