সহিংসতা ঠেকাতে নিয়ন্ত্রিতভাবে বল প্রয়োগে পুলিশের প্রতি জাতিসংঘের আহ্বান
বাংলাদেশে গত কয়েকমাসে বিরোধীদের সমাবেশ ঘিরে সহিংসতায় বিরোধী দলের সমর্থক এবং পুলিশ সদস্যদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। এছাড়া জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে বল প্রয়োগের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর। ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। শুক্রবার (৪ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে ব্রিফিংয়ের প্রেসনোট প্রকাশ করে সংস্থাটি।
ব্রিফিংয়ে বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলো, তাদের সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ওএইচসিএইচআর-এর মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জাতিসংঘের অধীন ভোট চান মান্না
প্রেস নোটে বলা হয়, এসব ঘটনায় বিরোধী দলের সমর্থকদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও আহত হন।
মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জেরেমি লরেন্স বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার চর্চার সুযোগ দিতে হবে।
কেবল জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে বল প্রয়োগ করার জন্য ব্রিফিংয়ে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, যদি বল প্রয়োগ করতেই হয়, বৈধতা, সংযমের ভিত্তিতে এবং যৌক্তিক কারণ সাপেক্ষে করতে হবে।
No comments: