মেসি নামলেন গোল করলেন, ফাইনালে গেল মায়ামি
লিফাডেলভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে আমেনিকান লিগস কাপে সবার আগে ফাইনাল উঠলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। চোট থাকায় খেলা নিয়ে শঙ্কা থাকলেও, শুরুর একাদশেই নামেন লিও। আর দলের জয়ে গুরুত্বপূর্ণ গোলও করেন আর্জেন্টাইন মহাতারকা।
পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে গোলাপি জার্সিধারিরা। এতে ফল পেতেও বেশি দেরি করতে হয়নি দলটির। মাত্র তিন মিনিটে মায়ামিকে এগিয়ে নেন জোসেপ মার্টিনেজ।
ম্যাচের ২০ মিনিটে লাইমলাইটে বিশ্বকাপজয়ী অধিনায়ক। জোসেপ মার্টিনেজের বাড়ানো বলে পোস্টের ৩২ গজ থেকে নেয়া লিওর বুলেট গতির শর্টে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এতে টানা ৬ ম্যাচেই গোলে করার রেকর্ড গড়লেন মেসি।KSRM
বিরতির এক মিনিট আগে প্রথমবারের মতো মায়ামি জার্সিতে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন জর্ডি আলবা।
দ্বিতীয়ার্ধে ফিলাডেলভিয়া একটি গোল শোধ দিলেও শেষদিকে মায়ামিকে ৪-১ গোলের বড় স্কোরলাইন এনে দেন ডেভিড রুইজ।
এ জয়ে ফাইনালে উঠার পশাপাশি প্রথমবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেল টাটা মার্টিনোর শিষ্যরা।
Tag: English News lid news world
No comments: