ফ্রান্সে আগুনে পুড়ে ১০ প্রতিবন্ধীসহ ১১জনের প্রাণহানি
ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি হলিডে লজে আগুনে পুড়ে ১১জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ১০জন প্রতিবন্ধী ও একজন স্টাফ সদস্য রয়েছেন।
আগুনে পোড়া হলিডে হোমটিতে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরের হলিডে লজটিতে মোট ২৮জন ছুটি কাটাতে ন্যানসি শহর থেকে এসেছিলেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
ডেপুটি প্রসিকিউটর নাথালি কিলওয়াসার সাংবাদিকদের বলেন, হলিডে লজে আগুন লেগে ১১জন মারা গেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড /বাড়িতে লাগা আগুনে বাবা ও পাঁচ ছেলের মৃত্যু, অক্ষত মা
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন প্রতিবন্ধী এবং একজন স্টাফ সদস্য।
দমকল বাহিনীর একজন সদস্য জানিয়েছেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এখন পর্যন্ত ৮টি আটটি মৃতদেহ পাওয়া গেছে এবং আরও তিনটি ধ্বংসস্তূপের নীচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, আগুনে ৫০০ বর্গমিটার ভবনটির ৩০০ বর্গমিটারই পুড়ে গেছে। উদ্ধারকাজ এখনো চলছে।
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘটনাকে ট্র্যাজেডি বলে মন্তব্য করেছে। তিনি ভুক্তভোগীদের পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা প্রকাশ করে টু্ইট করেন।
আরও পড়ুন: কারাবালায় আশুরার মিছিলে আগুন, প্রাণহানি ৮
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এবং অন্যান্য কর্মকর্তারা। তবে আগুন কীভাবে লেগেছে তা জানার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
No comments: