Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চাঁদ থেকে আর কত দূরে চন্দ্রযান-৩




চাঁদের পথে ঠিকঠাকভাবেই এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। প্রশ্ন হলো, ভারতের এই মহাকাশযান চাঁদ থেকে আর কতটা দূরে অবস্থান করছে? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, মহাকাশযানটি এরই মধ্যে চাঁদের দূরত্বের প্রায় দুই-তৃতীয়াংশ পথ পাড়ি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আর মাত্র ১৯ দিন পর চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। ছবি: সংগৃহীত গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা করা হয় চন্দ্রযান-৩। যার হাত ধরে চন্দ্রপৃষ্ঠে ‘সফ্ট ল্যান্ডিং’ তথা নিরাপদ অবতরণের আশা করছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এরপর হার্ডল রেসের 'ব্যারিয়ার' পেরোনোর মতো একটার পর একটা পর্ব উতরোচ্ছে চন্দ্রযান-৩। এই অভিযানে যেসব চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে অন্যতম হলো পৃথিবীর কক্ষপথ পেরিয়ে যাওয়ার ধাপটি। গত প্রায় তিন সপ্তাহ ধরে একে একে সবগুলো ধাপ পেরোনোর চেষ্টা সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। এরপর গত সোমবার (৩১ জুলাই) ‘ট্রান্সলুনার ইঞ্জেকশনে’র মাধ্যমে এটাকে ছুড়ে দেয়া হয় চাঁদের কক্ষপথে। ইসরো জানিয়েছে, ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চন্দ্রযান ৩-এর প্রপালশন চালু করে তার গতি বাড়িয়ে দেয়া হয়েছে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মাধ্যকর্ষণের বাধা কাটিয়ে চাঁদের দিকে ঠেলে দেয়া। আরও পড়ুন: কঠিন পরীক্ষার মুখে চন্দ্রযান-৩, সাফল্যের সঙ্গে উতরাতে চায় ইসরো সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (৫ আগস্ট) মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। কিন্তু তার আগে একে কঠিন পরীক্ষা ও ঝুঁকি মোকাবিলা করতে হবে। আর সেই পরীক্ষাতেও সফলতার সঙ্গেই উতরাতে চায় তার নিয়ন্ত্রক সংস্থা ইসরো। ইসরো’র বেঙ্গালুরুভিত্তিক টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (আইএসটিআরএসি) চন্দ্রযান-৩-এর দিক, স্বাস্থ্য ও গতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। এই মুহূর্তে চন্দ্রযান-৩ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার ২০০ কিলোমিটার বেগে চাঁদের দিকে এগিয়ে চলেছে। শনিবার তথা ৫ অগাস্ট সন্ধ্যা ৭টা নাগাদ ‘লুনার অরবিট ইনজেকশন’ কৌশলটি প্রয়োগের মাধ্যমে চন্দ্রযান-৩-কে পাঠিয়ে দেয়া চাঁদের কক্ষপথে। এ সময় চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ৪০ হাজার কিলোমিটার দূরে থাকবে চন্দ্রযান-৩। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এখান থেকেই শুরু হয়। সবচেয়ে কঠিন পরীক্ষা এরপর চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে বেশ কয়েক পাক ঘুরে ক্রমশ গতি কমিয়ে তা চলে আসবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। তারপর ধীরে ধীরে নেমে যাবে চাঁদের মাটির দিকে। এই ধাপটিকে সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছে। এই ধাপে অনেকটা পালকের মতো ভেসে ভেসে আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার ‘বিক্রম’। যার ভেতরে থাকা চন্দ্র অভিযাত্রী যান ‘প্রজ্ঞান’ নেমে আসবে চাঁদের মাটিতে। যেটা এ অভিযানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। আরও পড়ুন: 'বাহুবলী' রকেটে করে চাঁদের উদ্দেশে ভারতের চন্দ্রযান-৩ গতবার এই পালকের মতো অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এবার সেই ভুল ইসরো এড়াতে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষায় ভারতীয়রা। এরই মধ্যে চাঁদ ছোঁয়ার দিন গুণতে শুরু করেছে তারা। এবার কি বহুদিনের সেই স্বপ্ন পূরণ হবে?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply