বড় পর্দায় মাসুদ রানা, মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমাও
ব
প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-নাইন: ডু অর ডাই’। মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।
আজ শুক্রবার (২৫ আগস্ট) ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমার ইংরেজি ভারসন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। বাংলা সংস্করণ শিগগিরই দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আসিফ আকবর।
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র ‘মাসুদ রানা’র ভূমিকায় বড় পর্দায় হাজির হবেন তরুণ অভিনেতা এ বি এম সুমন। তার সহশিল্পী হিসেবে আছেন হলিউডের অভিনয়শিল্পী ফ্র্যাঙ্ক গ্রিলো, নিকো ফস্টার ও বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা ইসলাম, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
ছবি: সংগৃহীত
অন্যদিকে, চলতি বছর এপ্রিলে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। চার মাস পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফরহাদ সামজি পরিচালিত এ ছবিটি। শুক্রবার যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া এক গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে, আরও হল বাড়বে। কারণ, ‘এমআর-নাইন’ ছবিটি ইংরেজি ভাষায় মুক্তির কারণে অনেক হল এখন সালমান খানের ছবিটি নেয়ার আগ্রহ দেখাচ্ছে।
একই নীতিমালায় (আমদানি) গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। আর, আজ মুক্তি পেলো ‘কিসি কা ভাই কিসি কি জান’
No comments: