নিজেদের কেনা গোলাম দিয়ে ভারত মহাসাগরের জলপথ নিয়ন্ত্রণে নেয়াই বিদেশিদের মূল উদ্দেশ্য’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
নির্বাচন বা গণতন্ত্র নয়, নিজেদের কেনা গোলামের মাধ্যমে ভারত মহাসাগরের জলপথ নিয়ন্ত্রণ নেয়াই বিদেশিদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্দেশ্যেই তাকে ক্ষমতা থেকে টেনে নামানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে বাধার সৃষ্টি করাই বিদেশিদের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে নির্বাচন বা গণতন্ত্র কোনো বিষয় নয়। ভারত মহাসাগরের জলপথ নিয়ন্ত্রণের বিষয়ে দেশের মানুষকে সচেতন হতে হবে বলেও জানান তিনি। বলেন, সন্ত্রাসী দল বিএনপিই এখন বিদেশিদের চোখের মণি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের সদস্যরাই মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, খালেদা জিয়া কোনোভাবেই প্রমাণ করতে পারবে না তার জন্মদিন ১৫ আগস্ট। জাতীয় শোক দিবসকে তিনি উৎসব হিসেবে বেছে নিয়েছিলেন; যা তার বিকৃত মানসিকতার লক্ষণ
Tag: English News national
No comments: