বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে আ.লীগ প্রতিনিধিদলের বৈঠক
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে গিয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখানে বিজেপির প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে প্রতিনিধিদলটি পৃথক বৈঠক করেছেন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (৭ আগস্ট) এ বৈঠক হয় বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
daraz
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত সোমবার জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন। এরপর বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি।
আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দুটিতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্ব পায়।
Tag: English News lid news others world
No comments: