মালয়েশিয়ায় ৪২৫ অবৈধ অভিবাসী আটক, অর্ধেকের বেশি বাংলাদেশি
মালয়েশিয়ায় ৪২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ২৫২ জন বাংলাদেশিও রয়েছেন।
মালয়েশিয়ায় আটক অবৈধ অভিবাসীরা। ছবি: সংগৃহীত
শুক্রবার (৪ আগস্ট) মধ্যরাতে কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের ৩টি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মালয় মেইল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদফতরের পরিচালক শামসুল বদরিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন। তাদের মধ্যে কাগজপত্র নেই এমন ৪২৫ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ২২ হাজার ৫৬০ অবৈধ অভিবাসী আটক
বদরিন আরও জানান, আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল ২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন।
তিনি বলেন, ‘পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থানসহ বিভিন্ন অরাধের কারণে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন নির্মাণাধীন ভবন ছাড়াও শিল্প-কারখানা এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।’
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০ অবৈধ অভিবাসী আটক
আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর অধীনে তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Tag: English News lid news others world
No comments: