নাইজারে সেনা পাঠাতে প্রস্তুত ইকোওয়াস
নাইজারে সামরিক শাসন অপসারণ করে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় ফেরাতে দেশটিতে সেনা পাঠাতে প্রস্তুত পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। খবর আল জাজিরার।
নাইজারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ১০ আগস্ট নাইজেরিয়ার রাজধানী আবুজায় মিলিত হন পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াসের নেতারা। ছবি: সংগৃহীত
নাইজারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ১০ আগস্ট নাইজেরিয়ার রাজধানী আবুজায় মিলিত হন পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াসের নেতারা। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইকোওয়াসের কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেন, সামরিক শাসন রয়েছে এমন দেশ এবং কেপ ভার্দে ছাড়া জোটের সব সদস্য রাষ্ট্র নাইজারে সেনা পাঠাতে প্রস্তুত।
এরআগে ১০ আগস্ট নাইজেরিয়ার রাজধানী আবুজাতে ইকোয়াসের এক জরুরি বৈঠকে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়টি অনুমোদন করে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক এই জোট।
আরও পড়ুন: নাইজারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১৭ সেনা নিহত
বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করে আইভেরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওউতারা বলেন, সামরিক হস্তক্ষেপ পরিচালনার জন্য অন্যান্য বিষয়ে আরও সম্মেলন করবেন চীফ অব স্টাফ। তবে যত দ্রুত সম্ভব নাইজারে সামরিক হস্তক্ষেপের জন্য জোটটির রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে চুক্তি হয়েছে। বৈঠকে জোটের প্রধান বলেন, নাইজারে সামরিক শাসকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করবে ইকোয়াস।’
নাইজারের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করার পর তাকে ক্ষমতায় ফেরাতে সবচেয়ে তৎপর হয়ে উঠেছে পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াস।
বিশ্লেষকরা বলছেন, নাইজারের বর্তমান সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইকোওয়াসকে ‘ব্যবহার করছে’ পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে নাইজারের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে ইকোওয়াসের কার্যক্রমকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য।
আরও পড়ুন: নাইজারে সামরিক হস্তক্ষেপের অনুমোদন ইকোওয়াসের
গত ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় পশ্চিমা সমর্থিত বাজুমকে।
এর দুইদিন পর ২৮ জুলাই আব্দুর রহমান তিয়ানি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেন। এর এক সপ্তাহ পর নাইজারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আলী মহামানে লামিন জেইনকে নিয়োগ দেয় দেশটির সামরিক বাহিনী।
No comments: