Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বকাপ না, সাকিবের ভাবনাজুড়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান




আর কয়েক দিন পরই এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপপর্বের পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের আগে সাকিবদের ভাবনা শুধু এশিয়া কাপ তথা এই দুই প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপ নিয়ে এখন ভাবার সময় নেই বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার। এশিয়া কাপ সামনে রেখে শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসান। সেখানেই সাকিব এসব কথা বলেন। বাংলাদেশ ওয়ানডে দলপতি জানান, ‘ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরে ভাবা যাবে, এখন ভাবনা শুধু এশিয়া কাপ নিয়ে। আমাদের মাথায় শুধু শ্রীলঙ্কা ও আফগানিস্তান।’ এশিয়া কাপের আগে দল থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তার জন্য খারাপ লাগা কাজ করছে সাকিবের। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। এবাদত থাকলে আরও ভালো হতো। ও না থাকাটা আমাদের জন্য বড় লস। আমাদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা আমাদের এখান থেকে বেশি দূরে না। যেহেতু আমরা তিন-চার দিন আগে যাচ্ছি, তাই মানিয়ে নিতে কষ্ট হওয়ার কথা না।’ আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় সেরা পেস অ্যাটাক এখন বাংলাদেশের মাত্র কয়েক দিন আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিয়েছেন সাকিব। ব্যাপারটাকে তিনি কীভাবে দেখছেন, এমন প্রশ্ন করা হলে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হওয়ার পর উনিই তো ঘোষণা দিলেন। দলের বেশির ভাগকেই আমি চিনি, আমাকেও তারা চেনে। হয়তো আমি তাদের অধীন খেলেছি কিংবা তারা আমার অধীন খেলেছে। তাই দায়িত্ব পালন করাটা আমাদের সবার জন্য সহজ।’ তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর সাকিব নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। ওয়ানডে বিশ্বকাপেও তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। সেখানে তামিম ইকবালকে পেলে বিষয়টা সাকিবের জন্য স্বস্তির হবে কি না, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। সেটা নির্ভর করে সে কতটা দিতে পারবে। অভিজ্ঞতার দাম আছে, এমন ক্রিকেটার দলে থাকলে, সে যখন এগুলো শেয়ার করে, তখন তরুণদের জন্য বিষয়টি সহজ হয়।’ আরও পড়ুন: যে পরিসংখ্যানে সবার চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ নতুনদের নিয়েও আশাবাদী সাকিব। এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ তামিমকে নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক আশাবাদী, শুধু আমি না, পুরো টিমই আশাবাদী যে অনেক ভালো করবে। এমন না যে ও কয়েক ম্যাচ ভালো করলেই অনেক ভালো হয়ে যাবে, আবার এমনও না যে এই কয়েক ম্যাচ খারাপ খেললে ও খারাপ হয়ে যাবে। তবে এখানে ভালো করলে সেটা কাজে দেবে।’ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি জানান, ‘দেখুন, আমি রাইভালরিতে অত বিশ্বাস করি না। তবে হ্যাঁ, লাস্ট কয়েক ম্যাচ দুই দলই অনেক প্রতিযোগিতাপূর্ণভাবে খেলেছি।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply