Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আরও অনেক প্রজন্ম আসবে, কিশোরকুমার আর আসবেন না: পিয়া দাস




আগের মতই তাঁর গানে মাতাল হত দুনিয়া? অবশ্যই চর্চাসাপেক্ষ। তবে বাংলা বিনোদন দুনিয়া আজ তাঁর অভাব অনুভব করে প্রতি পলকে। কিশোর কুমারের জন্মদিনে সেই আফসোস ঝরে পড়ল ইম্পা সভাপতি পিয়া দাসের কথায়। আজকাল ডট ইনকে কথায় কথায় তেমনটাই জানালেন তিনি। পিয়ার দাবি, অনেক প্রজন্ম আসবে যাবে। কিশোর কুমার আর আসবেন না। পিয়ার বাবা প্রয়াত পরিচালক প্রযোজক সুখেন দাস। কাকা জনপ্রিয় সুরকার অজয় দাস। তখন সুখেন অজয় জোট বাঁধলেই সঙ্গী কিশোরকুমার। তিন মাথা যে বাংলা ছবিতে সেই ছবির গান সুপারহিট। যেমন, দাদামনি, মিলনতিথি। বাবা কাকার দৌলতে তাই পিয়া কাছ থেকে দেখেছেন কিংবদন্তি গায়ককে। কেমন ছিলেন তিনি? প্রশ্ন ছিল পিয়ার কাছে। জন্মদিনে স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন এককালের জনপ্রিয় অভিনেত্রী। বললেন, মজার, আন্তরিক। দুবার বাবার সঙ্গে মুম্বই গিয়েছিলাম। তখন স্কুলে পড়ি। বাবার ছবির নায়িকা। জেনে মজা পেয়ে হেসেছিলেন। আশীর্বাদ করেছিলেন। পিয়া আরও জানিয়েছেন, তিনি কাকা অজয় দাসের কাছে শুনেছিলেন, এই তো জীবন গাওয়ার পর পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন। গানের কথা, সুর তাঁকে এত ছুঁয়েছিল! এই ত্রয়ীর দৌলতেই বাংলা ছবির গান বাজারে জোয়ার এসেছিল। কিশোরকুমার অনেক বছর নেই। কিন্তু তাঁর গান আজও পুজো প্যান্ডেলে বাজে। এই প্রজন্মের গানের বদলে। নতুন করে গায়কের জন্য অভাব বোধ করেন? পিয়ার মতে, অবশ্যই। ওঁর গান, গায়কি আজ গান দুনিয়ার সম্পদ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply