Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত




যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সান ডিয়েগোর কাছে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুদ্ধবিমানে পাইলট ছাড়া কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যদের মোতায়েন করা হয়। তারা ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেন। আরও পড়ুন: কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬ নর্থ ক্যারোলিনার সেকেন্ড মেরিন এয়ারক্রাফট উইং অ্যান্ড মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট এক বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাইলটের মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে এখনই ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’ এ ছাড়াও কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও পড়ুন: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ রাজনীতিবিদসহ নিহত ৬ এফ/এ-১৮ হর্নেট হলো যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান, যা যেকোনো আবহাওয়ায় কার্যক্রম চালিয়ে যেতে পারে। শত্রুপক্ষকে আক্রমণের জন্য বহুলব্যবহৃত বিমান এটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply