মুক্তি পেলেন আলোচিত কিকবক্সার অ্যান্ড্রু টেট
মানবপাচার মামলায় মুক্তি পেয়েছেন ব্রিটিশ-আমেরিকান তারকা কিকবক্সার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান। শুক্রবার (৪ আগস্ট) রোমানিয়ার একটি আদালতে এই রায় দেয়া হয়।
অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান। ছবি: এএফপি
কোর্টের রায়ে বলা হয়েছে, গৃহবন্দির পরবির্তে ৬০ দিন বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকবেন তারা। যা শুরু হয়েছে শুক্রবার (৪ আগস্ট) থেকে আর শেষ হবে অক্টোবরের ২ তারিখে।
এ সময়ের মধ্যে তারা নিয়মিত পুলিশকে তাদের অবস্থান সম্পর্কে জানাবেন এবং বিচার বিভাগের অনুমতি ছাড়া বুখারেস্টের বাইরে যেতে পারবেন না। এছাড়া এই মামলার অভিযোগকারী দুই রোমানিয়ান নারীর সঙ্গেও দেখা করতে পারবেন না টেট ও তার ভাই ট্রিস্টান।
আদালতের রায়ের পর টেট ও ট্রিস্টানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, রোমানিয়ান বিচার ব্যবস্থার এই নায্য বিবেচনার জন্য আমরা প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আরও পড়ুন: মানব পাচারের অভিযোগে আটক তারকা কিকবক্সার অ্যান্ড্রু টেট
বিবৃতিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই নায্য রায় আমাদেরকে বিশ্বাসী করেছে যে আগামীতেও আমাদের পক্ষে ইতিবাচক রায় আসবে।
গত বছরের ৩০ ডিসম্বর মানব পাচার ও ধর্ষণ মামলায় রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বাড়িতে অভিযান চালিয়ে টেট ও ট্রিস্টানকে আটক করে পুলিশ।
সে সময় সরকারি আইনজীবীরা বলেছিলেন, ‘প্রাথমিকভাবে মোট চারজন সন্দেহভাজন (অ্যান্ড্রু টেট ও ট্রিস্টানসহ আরও দুজন) মিলে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তুলেছিল বলে মনে হচ্ছে। তাদের উদ্দেশ্য, নারীদের নিয়োগ ও তাদের দিয়ে জোরপূর্বক বা অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি সিনেমা তৈরি।’
আরও পড়ুন: মানব পাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা থাকলেও এখনো পুরোপুরি সক্ষম নয়
এ অভিযোগে দুই রোমানিয়ার নাগরিকসহ দুই সহোদরের ব্যাপারে চলতি বছরের এপ্রিল থেকে তদন্ত করা হচ্ছিল। শুক্রবার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রোমিয়ার অপরাধ ও সন্ত্রাস দমন বিভাগ ডিরেক্টরেট ফর ইনভেস্টিগেটিং ক্রাইম অ্যান্ড টেরোরিজম (ডিআইআইসিওটি)।
পুলিশের এ বিশেষ সংস্থাটি এক বিবৃতিতে বলেছিলো, দুই ব্রিটিশ নাগরিক ও রোমানিয়ার নাগরিককে মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে।
No comments: