Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ভবনের ৬৮ তলা থেকে পড়ে ফরাসি ‘ডেয়ারডেভিলের’ মৃত্যু




নাম তার রেমি লুসিডি। দুর্বল চিত্তের মানুষের জন্য যার স্ট্যান্টগুলো ছিল আতঙ্কের। হরহামেশাই সুউচ্চ ভবন বা স্থাপনার চূড়ায় উঠে গিয়ে নিজের কলাকৌশল দেখাতেন তিনি। তবে এমন স্ট্যান্টই শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনল ফরাসি এই ডেয়ারডেভিলের। সুউচ্চ একটি স্থাপনার ওপর দাঁড়িয়ে রেমির তোলা ছবি (সংগৃহীত) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হংকংয়ের আবাসিক ভবন ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলা থেকে পড়ে যাওয়ার পর মৃত অবস্থায় পাওয়া গেছে রেমিকে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে ওই কমপ্লেক্সের ৬৮ তলায় অবস্থিত একটি পেন্টহাউসের জানালায় টোকা দিয়েছিলেন রেমি। পরে ফ্ল্যাটটির বাসিন্দারা পুলিশকে খবর দেন। তাদের ধারণা, রেমি হয়তো কোনো ‘ফাঁদে’ আটকে গিয়েছিলেন এবং সহযোগিতা চাইছিলেন। আরও পড়ুন: রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর ইনস্টাগ্রামে সবশেষ গত ২৪ জুলাই পোস্ট দিয়েছিলেন রেমি লুসিডি। অন্য এক ভবনের চূড়ায় ওঠা একটি ছবি আপলোড করে তার ক্যাপশনে তিনি লিখেছিলেন— ‘হংকং’। এদিকে, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে লুসিডির ক্যামেরা খুঁজে পেয়েছে, যাতে তার বিভিন্ন স্ট্যান্টের ভিডিও ফুটেজ রয়েছে। তবে, রেমি লুসিডির মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি পুলিশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply