Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুজিবনগর খবর ডটকমের উপদেষ্টা সম্পাদক সুমন সড়ক দুর্ঘটনায় আহত




মুজিবনগর খবর ডটকমের উপদেষ্টা সম্পাদক, এস এস সি ৯৩ ব্যাচ - ক্লাব, ৯৩ মেহেরপুরের সভাপতি , মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশন সভাপতি সকলের প্রিয় মোহাঃ আসফারুল হাসান সুমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কোর্ট রোড থেকে রিক্সা যোগে নিজ বাসা বড়বাজার মোড়ে যাওয়ার পথে মেহেরপুর বড় বাজারে আশার আগেই নিশান সাবেরের বাসা ও দোয়েল বুক হাউজের নিকট আসলে পিছন দিক থেকে দ্রুত গতির একটি বেপরোয়া মোটর সাইকেল রিক্সায় সজোরে ধাক্কা দিলে রিক্সা উল্টে মোহাঃ আসফারুল হাসান সুমন রিক্সা থেকে পড়ে যায়। এ সময় রিক্সা উল্টে গিয়ে তার বাম গায়ের উপর পড়লে বাম পায়ের শিরা ছিঁড়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকলে পথচারীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরোপকারী ও হাস্যজ্জল ও প্রানবন্ত সুমনের আহত হবার খবর দ্রুত ছড়িয়ে পড়লে মুজিবনগর খবর ডট কমের প্রকাসক সম্পাদক ও সহিউদ্দীন ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাঃ মহাসিন আলী আঙ্গুর ও সুমনের পরিবার, নিকট আত্বীয় সহ সাংবাদিক রাফি,মারুফ,মাহাবুব চান্দু,মাহবুবুল হক পোলেন,আবু আখতার করন,অপু,সাজ্জাদ,ফারুক মল্লিক,আতিক স্বপন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন,জেলা জজ আদালতের পিপি এড পল্লব ভট্টাচার্য তরুন, এড,মিজানুর রহমান, এড,ফরিদ,এড,আল মামুন অনল, এড,কল্লোল,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা মহিলা দল সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশান সাবের, শামসুজ্জামান রন্টু, শামীম জাহাঙ্গীর সেন্টু,মাহবুবুল হক মন্টু, ব্যবসায়ী সাইদ আহমেদ, শরিফুল ইসলাম, মিজবার হোসেন মন্টু,তুষার আলমগীর, হাসান হাফিজুর রহমান, হাফিজুর রহমান ঝন্টু, লিটন, পাভেজ ইকবাল বাবলু,সেন্টু মিয়া সহ বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণীর মানুষ জন হাসপাতালে সুমনকে দেখতে জান। মেহেরপুর হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্ধ্যা সাতটা

র সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এ সময় মুজিবনগর খবর ডটকমের সম্পাদক ও সহিউদ্দীন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোহাঃ মহাসিন আলী আঙ্গুর ও সুমনের পরিবার মেহেরপুর সনো ল্যাব নার্সিং হোম বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জে,পি আগরওয়ালা সপ্পুর সাথে যোগাযোগ করে জানতে পারে মেহেরপুর সনো ল্যাব নার্সিং হোমে ঢাকা থেকে আগত এম, বি,বি, এস, অর্থোপেডিক ও ট্রমা সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে তিনি সনো ল্যাব নার্সিং হোমে ভর্তি করে নেন। বৃহস্পতিবার রাএী ১০-৪০ মিনিট থেকে প্রায় তিন ঘন্টা সফল অস্ত্রোপচার করেন ডাঃ শফিকুল ইসলামের টিম। অপারেশন শেষে দুই মাসের বেড রেস্ট থাকতে বলেছেন।আল্লাহুর রহমতে সুস্থ্য শরীরে ভালো আছেন। বর্তমান সনো ল্যাব নার্সিং হোমে তৃতীয় তলায় চিকিৎসাধীন আছেন। মুজিবনগর খবর ডট কম এর পরিবার ও সুমনের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply