সাম্প্রদায়িক সহিংসতা মণিপুরে এবার বাবা-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত্যা
সাম্প্রদায়িক সহিংসতায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। শুক্রবার (৪ আগস্ট) রাতে ‘সন্দেহভাজন দুষ্কৃতিকারীরা’ রাজ্যের বিষ্ণুপুর জেলায় বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
সহিংসতা এড়াতে মণিপুরে টহলে দিচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: এএনআই
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত ২টার দিকে কাউয়াকটার কাছে জেলার উখা টামপাক গ্রামে হামলা চালায় ‘দুষ্কৃতিকারীরা’ । এসময় তারা বেপরোয়াভাবে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
গুলিতে বাবা-ছেলে ও তাদের পাশের ঘরে থাকা এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার (৫ আগস্ট) সকালে পুলিশ জানিয়েছে, দৃষ্কৃতকারীরা যখন গুলি চালিয়েছে তখন ভুক্তভোগী তিনজনই ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা চুড়াচাঁনপুর থেকে এসেছে বলে ধারণা তাদের।
আরও পড়ুন: জ্বলছে মণিপুর, কিন্তু কেন
পুলিশ সূত্র আরও জানিয়েছে, এ ঘটনা নিরাপত্তা বাহিনীকে উদ্বিগ্ন করে তুলেছে। কারণ, হামলাকারীরা স্থানীয় প্রশাসন ঘোষিত পাহাড় ও উপত্যকার মধ্যবর্তী নিরাপদ অঞ্চলে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে, এ ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষোভ ঝেড়েছেন মনিপুর রাজ্যের বিজেপের এমএলএ রাজকুমার ইমো সিং। তিনি দাবি করেছেন, বিষ্ণুপুর জেলায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক গাফিলতি ছিল, যার ফলে এমন ঘটনা ঘটেছে। এছাড়াও দায়িত্বে অবহেলার কারণে আধা-সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।
আরও পড়ুন: উত্তাল মণিপুর পরিদর্শনে বিরোধী দলের ২১ নেতা
এর আগে, গত সপ্তাহে বিষ্ণুপুর রাজ্যের তেরাখোঙ্গসাঙ্গবি এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। এসময় ৩৫ বছর বয়সী এক নারী আহত হন।
No comments: