যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের স্থান নেই: বাইডেন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্ধুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনও স্থান নেই।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (সংগৃহীত ফাইল ছবি)
স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হন। পরে হামলাকারী নিজের ওপর নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনও স্থান নেই।’
ঘটনার পরদিন রোববার (২৭ আগস্ট) ওই স্থানে দুই শতাধিক মানুষ অবস্থান নেন।
আরও পড়ুন: ফ্লোরিডায় তিন কৃষ্ণাঙ্গকে হত্যার পর শ্বেতাঙ্গ যুবকের আত্মহত্যা
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছর বয়সী বন্দুকধারী রায়ান পলটিমার বৈধভাবে কেনা বন্দুক দিয়ে গুলি চালায়।
এ ঘটনার পর দক্ষিণ প্রদেশের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস বলেন, তিনি বন্দুক হামলায় নিহত তিনজনের পরিবারকে সহায়তা করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয় নামে খ্যাত এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতে নিরাপত্তার জন্য তিনি আর্থিক সহায়তার আশ্বাস দেন।
আরও পড়ুন: কৃষ্ণাঙ্গ যুবকের গায়ে ৯০ রাউন্ড গুলি চালায় পুলিশ!
রন ডিস্যান্টিস আরও বলেন, ‘রায়ান পলটিমার ফ্লোরিডায় যা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র গায়ের রঙের জন্য কেউ হামলার শিকার হবেন - আমরা তা হতে দেব না।’
Tag: English News lid news others world
No comments: