সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে নাইজারে অভ্যুত্থানের পক্ষে সমাবেশ
নাইজারে সামরিক অভ্যুত্থানের পক্ষে সমর্থন জানাতে রাজধানী নিয়ামেতে সমাবেশ করে দেশটির জনসাধারণ ছবি : এএফপি
আফ্রিকার দেশ নাইজারে গতমাসের সামরিক অভ্যুত্থানের পর দেশটির শাসক বাইরের যেকোনো হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি ও তিন বছরের অন্তর্বর্তী শাসনের প্রস্তাব দেওয়ার প্রেক্ষাপটে কয়েক হাজার অধিবাসী সামরিক শাসনের পক্ষে রাজধানী নিয়ামেতে সমাবেশ করেছে।
সামরিক সরকারের সঙ্গে দর কষাকষি যদি ভেস্তে যায় সেক্ষেত্রে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজোমকে ক্ষমতায় পুনর্বহালে পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াসের উদ্যোগের মুখে রোববার (২০ আগস্ট) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশে অংশ নেওয়া লোকজন দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়া তারা সামরিক শাসকের পক্ষে ও ইকোওয়াসের হুমকির বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। খবর আলজাজিরার।
যদিও নাইজারে সরকারিভাবে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু অভ্যুত্থানের পক্ষে এই সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে প্রতিবাদকারীরা বিভিন্ন প্লেকার্ড বহন করে যাতে লেখা ছিল, ‘সামরিক হস্তক্ষেপ বন্ধ কর’, ‘নিষেধাজ্ঞা চাই না’ ইত্যাদি। বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইকোওয়াসের পক্ষে দেশটিতে ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের চারদিন পর থেকে।
এদিকে, নাইজারে বাইরের সামরিক হস্তক্ষেপ ‘পার্কে হাঁটার মতো’ সহজ কাজ হবে না-অভ্যুত্থানের নেতা আবদোরহমানে চিয়ানির মন্তব্যের একদিন পরেই সামরিক শাসনের পক্ষে এই সমাবেশ হলো। রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার দেওয়া এক ভাষণে জেনারেল চিয়ানি জানান তিনি চান না তার ক্ষমতা ‘নিষিদ্ধ’ হয়ে যাক এবং বেসামরিক শাসনে ফিরে যাওয়ার জন্য তিন বছরের মতো সময়ের প্রয়োজন।
এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন বিশ্লেষক ইব্রাহিম ইয়াহিয়া ইব্রাহিম বলেন, চিয়ানির তিন বছরের অন্তর্বর্তী সময় চেয়ে নেওয়ার বিষয় থেকে বোঝা যায় যে ‘বল এখন ইকোওয়াসের কোর্টে।’
আলজাজিরাকে ইব্রাহিম ইয়াহিয়া বলেন, ‘অন্তর্বর্তী সময়কে সমঝোতার প্রস্তাব হিসেবে দেখা যেতে পারে। যদি ইকোওয়াস নাইজারে বেসামরিক শাসন অব্যাহত রাখতে প্রেসিডেন্ট বাজোমকে পুনরায় ক্ষমতায় বসাতে চায় তবে সেখানে সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটতে যাচ্ছে বলে ধরে নেওয়া যায়।’
ওদিকে, সামরিক শাসনের পক্ষের নেতারা বাজোমের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সকে ইকোওয়াসের সাম্প্রতিক তৎপরতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য দোষারোপ করে আসছে। যদিও শনিবার আফ্রিকার আঞ্চলিক সংস্থাটি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানায়।
তবে গত শুক্রবার ঘানার রাজধানী আক্রায় ১৫ জাতির আঞ্চলিক সংস্থা ইকোওয়াসের প্রতিনিধিরা যে বৈঠক করে তাতে নেতৃবৃন্দ নাইজারে সামরিক অভিযানের একটি সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে
Tag: English News lid news others world
No comments: