বিমান বিধ্বস্ত হয়ে ইউক্রেনের তিন পাইলট নিহত
প্রতীকী ছবি এএফপির
ইউক্রেনের একটি বিমান মধ্যাকাশে বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হয়েছেন। এদের মধ্যে একজন যুদ্ধবিমানের পাইলট ছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কিয়েভ। বলেছে, এটা তাদের জন্য অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনা কীভাবে হলো তা খতিয়ে দেখছে তারা। খবর এএফপির।
এই দুর্ঘটনাকে বড় ধরনের বিপর্যয় বলে মনে করছে কিয়েভ, যেটা তার সোভিয়েত-যুগের বিমান বাহিনীকে শক্তিশালী ও পাল্টা আক্রমণ করতে এফ-১৬ যুদ্ধ বিমানকে সুরক্ষিত করত।
ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাই। এটা আমাদের জন্য বেদনাদায়ক ও অপূরণী ক্ষতি।’
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, যারা মারা গেছেন তাদের মধে্য একজন আন্দ্রি পিলশ্চিকভ, যিনি অসীম মেধা ও প্রতিভার অধিকারী ছিলেন।
আরও বলা হয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চল জাইটোমারে এই দুর্ঘটনা ঘটেছে। দুইটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের কারণে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে।
Tag: English News lid news others world
No comments: