দৈত্যাকার সেই বস্তুটি নিয়ে রহস্যের জট খুলল
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা সেই দৈত্যাকার বস্তুটি নিয়ে অবশেষে রহস্যের জট খুলেছে। বস্তুটি আসলে কোনো অস্ত্র বা বিমানের অংশ নয়। এটি মূলত ভারতের উৎক্ষেপিত রকেটের অংশ।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
গত ১৬ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের গ্রিন হেড সৈকতে বিশালাকারের বস্তুটি দেখতে পান স্থানীয়রা। ৬ ফুট উচ্চতার বিশালাকৃতির সিলিন্ডার সদৃশ বস্তুটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দেয়। অনেকে মনে করেছিলেন, এটি সেনাবাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ হবে অথবা ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-৩৭০ বিমানের অংশ।
daraz
সমুদ্র সৈকতে ভেসে আসা বস্তুটি নিয়ে যখন নানান জল্পনা-কল্পনা চলছিল ঠিক তখনই সোমবার (৩১ জুলাই) অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, এটি আসলে একটি পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। আর এ ধরনের উৎক্ষেপণ যান পরিচালনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
বস্তুটি নিয়ে এখন কী করা হবে তা নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আলোচনা চলছে।
এর আগে, গত বছরের আগস্টে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক খামারি স্পেসএক্সের একটি মহাকাশযানের ধ্বংসাবশেষ পেয়েছিলেন। যা তার ভেড়ার খামারের ভেতর পড়েছিল।
Tag: English News others world
No comments: