Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের সবচেয়ে বয়স্ক এশিয়ান হাতি ৮৯ বছরে মরা গেছে।




ভারতের সবচেয়ে বয়স্ক হাতির মৃত্যু

ভারতের সবচেয়ে বয়স্ক এশিয়ান হাতি মরা গেছে। ৮৯ বছর বয়সী হাতিটির নাম বিজুলি প্রসাদ। ৮৯ বছর বয়সী বিজুলি। ছবি: রয়টার্স সোমাবার (২১ আগস্ট) ভোর রাতে আসামের শোণিতপুর জেলায় বেহালি টি এস্টেটে হাতিটির মৃত্যু হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৩টায় শোণিতপুরের দ্য উইলিয়ামসন মেজর গ্রুপের বেহালি টি এস্টেটে বিজুলি মারা যায়। হাতিটির বয়স হয়েছিল ৮৯ বছর। এশিয়ান হাতিরা সাধারণত ৬২-৬৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে কোনো কোনো হাতি ৮০ বছর পর্যন্তও বাঁচে। চা বাগানটির একজন কর্মকর্তা বলেন, বিজুলি দ্য উইলিয়ামসন মেজর গ্রুপের অহংকার ছিল। সে যখন শাবক ছিল, সেই সময় বারগাং টি এস্টেটে তাকে আনা হয়েছিল। পরে বেহালি টি এস্টেটে পাঠানো হয়। আরও পড়ুন: সংরক্ষিত বনে হাতির মৃত্যু তিনি বলেন, হাতিটির বয়স ৮৯ বছর হয়েছিল। অবসর গ্রহণের পরও হাতিটি রাজকীয় জীবনযাপন করেছে। পদ্মশ্রী সম্মানে ভূষিত হাতির চিকিৎসক কুশল কোনার শর্মা বলেন, বিজুলি দেশের সবচেয়ে বয়স্ক হাতি। সাধারণত বণ্য এশিয়ান হাতিরা ৬২ থেকে ৬৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে যারা গৃহপালিত তারা ৮০ বছর পর্যন্ত বাঁচে । তিনি বলেন, ৮-১০ বছর আগে বিজুলির সব দাঁত পড়ে গিয়েছিল। সে কিছুই খেতে পারত না। তার চিকিৎসা চলছিল। প্রতিদিন ভাত, সয়াবিন সিদ্ধ করে খাওয়ানো হত। আরও পড়ুন: সাফারি পার্কে মারামারিতে হাতির মৃত্যু বেহালি চা বাগানের আরও এক কর্মকর্তা বলেন, প্রতিদিন প্রায় ২৫ কেজি খাবার দেয়া হত হাতিটিকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply