বিন লাদেনকে হত্যার দাবিদার যুক্তরাষ্ট্রের সাবেক নৌসেনা গ্রেপ্তার
ফাইল ছবি এএফপির
জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করা যুক্তরাষ্ট্রের সাবেক নৌসেনা রবার্ট জে ওনিলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত সপ্তাহে টেক্সাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, টেক্সাসের ফ্রিস্কো শহর থেকে গত বুধবার ৪৭ বছর বয়সী রবার্টকে গ্রেপ্তার করা হয়। মানুষকে আঘাত করার মতো বেআইনি কাজের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, সেদিনই তিন হাজার ৫০০ মার্কিন ডলারের বন্ডে তাকে মুক্তি দেওয়া হয়।
একটি পডকাস্ট রেকর্ড করতে রবার্ট ওনিল ফ্রিস্কো শহরে গিয়েছিলেন বলে গণমাধ্যমটি জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রবার্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ৯/১১ এর মূল হোতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে হত্যা করা হয়। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের নেভি সিল-৬ সদস্যরা অংশ নেন এবং তাদের গুলিতেই বিন লাদেন নিহত হন। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে রবার্ট ওনিল দাবি করেন, তার গুলিতে আল-কায়েদার তৎকালীন প্রধান নিহত হন। তবে, বিষয়টি কোনো সময় নিশ্চিত করেনি মার্কিন সরকার।
Tag: English News lid news others world
No comments: