Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » য়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত




য়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করলে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করলে চালকসহ দুজন নিহত হয়। এসময় ফায়ার সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফকির এপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাড়া সান্তনা মার্কেটের সামনে পৌঁছালে গাড়িচালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহণের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনন্দ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়। এসময় ব্যাটারিচালিত অটোরিকশার আট যাত্রী আহত হয়েছে। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে শহরের চাষাড়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আট জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করে মারা গেছেন। ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে বিসিকের উদ্দেশে যাচ্ছিলেন চালক জাহাঙ্গীর আলম। পথে চাষাড়ায় তিনি স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন। গাড়িটি ধাক্কা দেওয়ার আগে জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন। গাড়িতে তার সঙ্গে থাকা কর্মীরা জানিয়েছেন, কী কারণে তাদের গাড়িচালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে। এই দুর্ঘটনার কারণে চাষাড়ার চার রাস্তার মোড়ে উৎসুক জনতার ভিড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply