Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেসি-রোনালদোর সেরার লড়াইয়ে ড্র দেখছেন আগুয়েরো




মনে করুন আপনি একজন আর্জেন্টাইন। আপনাকে যদি প্রশ্ন করা হয় কে সেরা? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? উত্তরটা কি আসবে সেটা আগে থেকেই চোখ বন্ধ করেই বলে দিতে পারবে যে কেউই। একজন আর্জেন্টাইনের চোখে মেসি ছাড়া অন্য কেউ সেরা যে হতেই পারেন না তার অসংখ্য নজির দেখা গেছে ইতোমধ্যেই। কিন্তু পুরো ব্যতিক্রমী চিত্র দেখালেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। আগুয়েরোর মতে মেসি-রোনালদো দুজনের কেউই কারো চেয়ে এগিয়ে নেই। দুজনেই সেরার দিক থেকে সমান। সোশ্যাল মিডিয়া স্ট্রিমার দাভো শেনিজের সঙ্গে আড্ডায় ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের জন্যই মেসির সমান অবস্থানে থাকবে।’ তিনি আরও বলেন, ‘খেলার মান ধরে রেখে প্রতিদ্বন্দ্বিতা করাটা মোটেও সহজ ব্যাপার নয়। তারা ১০–১১ বছর ধরে ব্যালন ডি’অর জয়ের লড়াই করছে। দুজনেই সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বতা করছে।’ মেসি ও রোনালদোর দ্বৈরথে রোনালদোকে এগিয়ে রেখে এর আগেও মেসিভক্তদের তোপের মুখে পড়েছিলেন সাবেক এই ফুটবলার। যদিও পরিসংখ্যানও সহমত পোষণ করছে আগুয়েরোর সঙ্গে। ক্লাব ফুটবলে মেসি-রোনালদো দুজনই মোটামুটি সব শিরোপাই জিতেছেন। তবে জাতীয় দিক থেকে কিছুটা হলেও এগিয়ে মেসি। পর্তুগিজ তারকা নিজ দেশের হয়ে জিতেছেন ইউরো ও নেশনস লিগ। মেসিও নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা জিতেছেন। সেই সঙ্গে মেসি জিতেছেন বিশ্বকাপ। যে কারণে এই একদিক দিয়ে অর্জনের পাল্লাটা ভারী আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। এই এক দিকের পিছিয়ে রয়েছেন সি আর সেভেন। তবে গোলের দিক থেকে বেশ এগিয়ে ক্রিশ্চিয়ানো। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে মোট ১ হাজার ১৬৮ ম্যাচে ৮৩৮ গোল করেছেন রোনালদো। পাশাপাশি ২৩৬ গোল এসিস্ট করেছেন আল নাসর তারকা। অপরদিকে যুক্তরাস্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়া মেসি ১ হাজার ২৮ ম্যাচে ৮০৭ গোল করার পাশাপাশি ৩৫৭ গোল করিয়েছেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply