Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিয়ে বাড়ির খাবারের গন্ধ পেয়ে হাজির হাতির পাল, পালালেন বর-কনে




বিয়ে বাড়ির নিমন্ত্রিত অতিথিদের জন্য তৈরি খাবারের গন্ধ পেয়ে হাজির একদল বুনো হাতি। হাতির দলের অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর–কনেও। গত রবিবার ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন গ্রামের যুবক তন্ময় সিংয়ের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মামপি সিংয়ে। জানা গেছে, খোলা মাঠে বিশাল প্যান্ডেলে খাসির মাংস, লাউ–চিংড়ি, মুসুর ডাল আর আলুর তরকারির পদ রান্না করেছিলেন বাবুর্চি। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এরমধ্যে হঠাৎ একদল হাতি এসে হাজির। হাতির দলের অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর–কনে। এ বিষয়ে বর তন্ময় সিং বলেন, ‘বিয়ের দিন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হাতির গর্জন শুনতে পাই। আগে থেকেই জানতাম যে রান্নার গন্ধ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই অতিসত্ত্বর খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। ভাইপোর সাহায্য নিয়ে স্ত্রী'কে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে কেটে পড়ি।’ জানা গেছে, রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মত সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। তাছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি ঘুরে বেড়ানোয় ভয়ে কোনও অতিথি বিয়েতে যেতে চাইছেন না। ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বুনো হাতি দল বেঁধে এ–গ্রাম সে–গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এতে জঙ্গলভাঙ্গা, কাজলা, কুসুমগ্রাম ও কলবানি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply