দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। চার দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দরে আসার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১৯ জুলাই) ভোরে উত্তর কোরিয়া পূর্ব দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে।
এদিকে, উত্তর কোরিয়াকে এ ধরনের উৎক্ষেপণ বন্ধ করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।
আরও পড়ুন: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, আঘাত হানতে পারবে ৬০০০ কিলোমিটার দূরে
জেসিএসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উত্তর কোরিয়ার ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে গুরুতর উস্কানিমূলক কাজ হিসেবে নিন্দা জানাই, যা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনেরও সুস্পষ্ট লঙ্ঘন।’
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত এবং এ নিয়ে তার মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনা করছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের জানান, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার (৩১ মাইল) উচ্চতায় উঠে ৫৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছে এবং ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত গেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৩৩ মিনিটেই আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র
জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বলে সাংবাদিকদের জানান ইয়াসুকাজু হামাদা।
No comments: